হাতে চিরকুট ও তসবিহ নিয়ে ট্রেনের নিচে মাথা দিলেন ব্যবসায়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২৯ জানুয়ারি ২০২০

যশোরে রেল লাইনে মাথা রেখে প্রাণ দিলেন এক ব্যবসায়ী। চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মারা যাওয়া ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজ (৫০) যশোর শহরের মিশনপাড়া এলাকার বাসিন্দা। বুধবার সন্ধ্যায় যশোরের খয়েরতলা এলাকার রেলক্রসিংয়ে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি।

যশোর রেলস্টেশন জিআরপি পুলিশের এসআই তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে ফাঁড়িতে আনা হয়। তার হাতে চিরকুট লেখা থাকায় ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত ছাড়া এটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিশ্চিত করে বলা যাবে না।

Jashore-train-dead

নিহতের আত্মীয় ইমরান হোসেন পিংকু জানান, নিহতের হাতে ভাই, ভাইপো ও ছেলে তিনজনের মোবাইল নম্বরসহ একটি চিরকুট লেখা ছিল। মোবাইল নম্বর দিয়ে মৃত্যুর পর বাড়িতে খবর দেয়ার জন্য চিরকুটে উল্লেখ করেছিলেন। তিনি একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে বিভিন্ন সময় ঋণ নিয়েছিলেন। এখন পাওনাদার টাকা চাওয়ায় তিনি অতিষ্ঠ হয়ে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন।

মিলন রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।