বেনাপোলে করোনাভাইরাস সচেতনতা বিষয়ক সেমিনার
প্রাণঘাতী নভেল করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বেনাপোল কাস্টম ক্লাবে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেনাপোল কাস্টম হাউজ ও শার্শা উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
বেনাপোল কাস্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডা. অশোক কুমার সাহা, ডা. শুভঙ্কর মন্ডল, অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম, ডেপুটি কমিশনার পারভেজ রেজা, সহকারী কমিশনার উত্তম চাকমা ও আকরাম হোসেন।
সেমিনারে কাস্টম হাউজের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থলবন্দর কর্তৃপক্ষ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ আনসার, জেলা স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশ পুলিশ, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন ও উদ্ভিদ সংগনিরোধ কর্তৃপক্ষের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে সমন্বিত প্রচেষ্টা গ্রহণে বেনাপোল সীমান্তে কর্মরত সরকারের সকল বিভাগকে সম্পৃক্ত করার উদ্দেশে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের করণীয় ও বর্জনীয় বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। সেই সঙ্গে মাস্ক ও হ্যান্ডগ্লোভস ব্যবহারসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
মো. জামাল হোসেন/বিএ