পিটিয়ে হত্যার ৮ দিন পর বাংলাদেশির লাশ পাঠাল বিএসএফ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ৩০ জানুয়ারি ২০২০

পিটিয়ে হত্যার আটদিন পর এক বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত বাংলাদেশির নাম হানেফ আলী ওরফে খোকা (৩৫)।

গত ২২ জানুয়ারি শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তের কাছে ভারতের বর্ণবাড়িয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করেন। হানেফ আলী শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে। হানেফ রাখাল ছিলেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ বেনাপোল চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে বিএসএফ। এ সময় খুলনা ২১ ও যশোর ৪৯ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মরদেহ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে খুলনা ২১ বিজিবির অগ্রভূলোট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোজাম্মেল হোসেন বলেন, পতাকা বৈঠকের মাধ্যমে মরদহে আমরা গ্রহণ করেছি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামাল হোসেন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।