আত্মহত্যা করতে যাওয়া সন্তানকে বাঁচাতে গিয়ে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২০
ফাইল ছবি

বগুড়ার কাহালুতে ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মা-ছেলে দু’জনই নিহত হয়েছেন। সোমবার দুপুরে কাহালু রেলস্টেশনের অদূরে বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাহালু উপজেলার সাঘাটিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের স্ত্রী ফেলানী বেগম (৫০) ও তার ছেলে রাজ বাবু (২৫)।

জানা গেছে, ফেলানী বেগম রেলস্টেশনের অদূরে বটতলায় রেললাইন সংলগ্ন ফুটপাতে খাদ্য বিক্রি করেন। দুপুর দেড়টার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন কাহালু স্টেশনে পৌঁছার আগে পারিবারিক কহলের জের ধরে রাজ বাবু আত্মহত্যা করার উদ্দেশ্য ট্রেনের নীচে ঝাঁপ দিতে যায়। এ সময় তার মা উদ্ধার করতে গেলে দুজনই ট্রেনে কাটা পড়ে। মুহূর্তেই দুইজনের দেহ দ্বিখণ্ড হয়ে যায়। পরে পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করেন।

কাহালু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, দুইজনের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা করা হবে।

এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।