মুজিববর্ষে বাংলার মাটিতে মোদিকে প্রতিহতের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২০

মুজিব বর্ষ উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেয়া রাষ্ট্রীয় আমন্ত্রণ বাতিলের দাবি জানিয়ে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। পাশাপাশি সফর বাতিল না করা হলে নরেন্দ্র মোদিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাসদের উদ্যোগে নগরীর সদর রোডে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বরিশাল জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলার সভাপতি সাগর দাস আকাশ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ, দফতর সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য সায়মুন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগঠক বাবুল তালুকদার, বরিশাল রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক তরিকুল ইসলাম প্রমুখ।

basod

বক্তারা বলেন, গত কয়েকদিন ধরে দিল্লিতে বিজেপি পরিচালিত সাম্প্রদায়িক হামলায় ৩৮ জন নিহত হয়েছেন। শত শত বাড়িঘর ও দোকানপাট জ্বালিয়ে দেয়া হয়েছে। এনআরসিবিরোধী আন্দোলনের গতিপথ ঘুরিয়ে দিতে বিজেপির প্রত্যক্ষ মদদে এই হামলা সংঘটিত হয়েছে। বক্তারা অবিলম্বে দিল্লিতে এই সাম্প্রদায়িক হামলা বন্ধ ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে আগামী মাসে বাংলাদেশে ভারতের দাঙ্গাবাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর বাতিলের দাবি জানান।

ডা. মনিষা চক্রবর্তী বলেন, দাঙ্গাবাজ নরেন্দ্র মোদিকে মুজিববর্ষে এদেশের মাটিতে এনে মুজিববর্ষকে কলঙ্কিত করতে দেয়া হবে না। দঙ্গাবাজ মোদি বাংলার মাটিতে পা রাখলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি হুমকির মুখে পড়বে। তাই সরকারের প্রতি মোদিকে দেয়া রাষ্ট্রীয় আমন্ত্রণ বাতিলের দাবি জানাচ্ছি।

সাইফ আমীন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।