মৌলভীবাজারে বিদেশফেরত নয়জন কোয়ারেন্টাইনে
করোনাভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারে নয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলার কুলাউড়া, শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলায় ইতালি ও দুবাইফেরত এ নয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ কল্লোল জাগো নিউজকে বলেন, হোম কোয়ারেন্টাইনে রাখা নয়জনের বেশিরভাগ ইতালি এবং দুবাইফেরত। তাদের শরীরে করোনাভাইরাসজনিত কোনো সমস্যা আছে কি-না তা দেখার জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সমস্যা দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল তাদের নমুনা সংগ্রহ করে নিয়ে যাবেন।
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্বপ্রস্তুতি হিসেবে মৌলভীবাজার জেলায় ১১৬টি বেড প্রস্তুত রাখা হয়েছে। সেখানে করোনা রোগী পাওয়া গেলে চিকিৎসা দেয়া হবে।
রিপন দে/এএম/এমকেএইচ