মৌলভীবাজারে বিদেশফেরত নয়জন কোয়ারেন্টাইনে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৫ মার্চ ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারে নয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। জেলার কুলাউড়া, শ্রীমঙ্গল ও বড়লেখা উপজেলায় ইতালি ও দুবাইফেরত এ নয়জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ কল্লোল জাগো নিউজকে বলেন, হোম কোয়ারেন্টাইনে রাখা নয়জনের বেশিরভাগ ইতালি এবং দুবাইফেরত। তাদের শরীরে করোনাভাইরাসজনিত কোনো সমস্যা আছে কি-না তা দেখার জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সমস্যা দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল তাদের নমুনা সংগ্রহ করে নিয়ে যাবেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্বপ্রস্তুতি হিসেবে মৌলভীবাজার জেলায় ১১৬টি বেড প্রস্তুত রাখা হয়েছে। সেখানে করোনা রোগী পাওয়া গেলে চিকিৎসা দেয়া হবে।

রিপন দে/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।