বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ কনস্টেবল হোম কোয়ারেন্টাইনে
বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট কর্মরত রুবেল নামে এক পুলিশ কনস্টেবলকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, যশোর জেলা পুলিশ থেকে ছয়জন কনস্টেবলকে পাসপোর্টযাত্রীদের চিকিৎসা সেবায় নিয়োজিত মেডিকেল টিমের জন্য বেনাপোল ইমিগ্রেশনে আনা হয়। এদের মধ্যে রুবেল নামে একজন কনস্টেবলের জ্বর দেখা দেয়ায় তাকে ছুটিতে পাঠানো হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন সিকদার জানান, বেনাপোল ইমিগ্রেশনে চিকিৎসা সেবায় নিয়োজিত পুলিশ কনস্টেবল রুবেলের জ্বর, সর্দি, কাশি হওয়ায় তাকে ছুটিতে পাঠানো হয়েছে এবং ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
জামাল হোসেন/আরএআর/পিআর