হোম কোয়ারেন্টাইন মানছেন না শার্শায় ১৮ জন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ১৯ মার্চ ২০২০
ফাইল ছবি

যশোরের শার্শা উপজেলায় ইতালিসহ বিভিন্ন দেশ থেকে ফেরত আসা ১৮ জনকে নিজ বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইনে’ রাখা হয়েছে। কিন্তু তারা সেটি মানছেন না বলে স্থানীয়দের অভিযোগ।

তাদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এসেছেন তিনজন, ইতালি, সিঙ্গাপুর, সৌদি আরব ও ওমান থেকে এসেছেন একজন করে মোট চারজন, মালয়েশিয়া থেকে তিনজন, ভারত থেকে আটজনসহ মোট ১৮ জন। তাদের বাড়ি শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইউসুফ আলী এ তথ্য জানান।

তিনি আরও জানান, বিদেশ থেকে আসার পর তারা বাড়িতে অবস্থান না করে স্থানীয় বাজারে ঘোরাঘুরি করছিলেন। বিষয়টি দেখে স্থানীয়দের মধ্যে ভীতির সঞ্চার হয়। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগকে জানান। পরে তারা বাজারে উপস্থিত হয়ে তাদের বাইরে ঘোরাফেরা না করার কঠোর নির্দেশনা দিয়ে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেন।

এদিকে ভারতের বিভিন্ন প্রদেশে কাজ করতে যাওয়া বাংলাদেশিরা চোরাই পথে গোপনে ফিরছেন বলে স্থানীয়দের অভিযোগ। তারা মুম্বাই, দিল্লি, মহারাষ্ট্র, কলকাতা, উত্তর প্রদেশসহ বিভিন্ন জায়গায় কাজ করতেন। অনেকেই ফিরে যত্রতত্র ঘোরাঘুরি করছেন— এমনটি জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল বলেন, বিদেশ থেকে ফিরে আসা ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ভারত থেকে ফেরত আসাদের ব্যাপারে খোঁজখবর নিয়ে প্রশাসনকে অবহিত করার জন্য ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয় প্রশাসন এ ব্যাপারে সার্বক্ষণিক তৎপর রয়েছে।

এদিকে যাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা নিয়মকানুন না মেনে বাড়ির সামনে ঘোরাঘুরি করছেন বলে এলাকাবাসীর অভিযোগ।

মো. জামাল হোসেন/এমএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।