বিয়ে করতে যাওয়ায় মৌলভীবাজারে আরও দুই প্রবাসীর জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১৯ মার্চ ২০২০

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিয়ের পিঁড়িতে বসায় ও বিয়ের আয়োজন করায় ওমানফেরত দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে তাদেরকে জরিমানা করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী।

ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, কুলাউড়ার ব্রাহ্মণবাজার ও ভাটেরা এলাকার দুই ব্যক্তি ওমান থেকে দেশে ফিরেছেন। সরকারি আদেশ অনুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার কথা তাদের। কিন্তু এদের একজন বৃহস্পতিবার বিয়ের পিঁড়িতে বসেছেন। অপরজন আগামীকাল বিয়ের আয়োজন করেছেন। তাদের উভয়কে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বিয়ে বন্ধ করে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এর আগে সকালে করোনা প্রতিরোধে মৌলভীবাজার পৌর কমিউনিটি সেন্টারে গ্রিসফেরত এক যুবকের বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে বিয়ের আয়োজন করায় মেয়ের অভিভাবক এবং কমিউনিটি সেন্টারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

রিপন দে/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।