মায়ের পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যা করল ছেলে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:১৪ এএম, ২৭ মার্চ ২০২০
ফাইল ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকায় মায়ের পরকীয়া প্রেমিককে রড় দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ছেলে ও তার মাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার পৌর শহরের ইয়ার্ড কলোনী মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন, পৌর এলাকার ইয়ার্ড কলোনীর মৃত রানা মাসুদের ছেলে বাঁধন (২৫) ও তার মা সিমা বেগম (৪০)। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সান্তাহার স্টেশন এলাকার সিমার সাথে বাবু (২৮) নামের যুবকের পরকীয়া সর্ম্পক গড়ে উঠে। এরপর সিমার বাড়িতে মাঝে মাধ্যে আসা যাওয়া ও রাত্রীযাপন করা শুরু করে বাবু। সিমার ছেলে বাঁধন বিষয়টি দেখে একাধিকবার বাবুকে তাদের বাড়িতে আসতে নিষেধ করে। কিন্তু তারপরও বাবু আসা যাওয়া করতে থাকে। একপর্যায়ে বাঁধন ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার ভোররাতে রড় দিয়ে মায়ের পরকীয়া প্রেমিক বাবুর মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। হত্যার বিষয়টি গোপন রাখতে মা-ছেলে মিলে লাশটি হার্ভে স্কুলের সামনে নিয়ে এসে পৌরসভার ডাস্টবিনের কাছে রেখে যায়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে মা-ছেলেকেও গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানা পুলিশের ওসি জালাল উদ্দীন জানান, বৃহস্পতিবার দুপুরে থানায় একটি হত্যা মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠােনো হয়েছে।

এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।