বাবার অভিযোগে ছেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ৩১ মার্চ ২০২০
ফাইল ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে বাবার অভিযোগের প্রেক্ষিতে পাভেল সরদার (২৫) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত পাভেল গোয়ালন্দ পৌরসভার ৫ নং ওয়ার্ডের ঘোনাপাড়া মহল্লার নুরুল আলম সরদারের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন জানান, পাভেল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছিল। তার পরিবার তাকে মাদক থেকে বিরত রাখতে নানাভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়। পাভেল ঘরের বিভিন্ন মূল্যবান সামগ্রী জোর করে নিয়ে বিক্রি করে মাদকের টাকা যোগাড় করেন।

একপর্যায়ে মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের মারপিট করতে শুরু করেন। এ পরিস্থিতিতে পাভেলের বাবা বাধ্য হয়ে মঙ্গলবার সকালে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে মাদকসক্ত অবস্থায় পাভেলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়।

রুবেলুর রহমান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।