মেয়র নিজেই করলেন জীবাণুনাশক স্প্রে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৫:১৪ পিএম, ৩১ মার্চ ২০২০

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুৎফুর রহমান নিজেই হাতে তুলে নিলেন জীবাণুনাশক মেশিন; সেই সঙ্গে করলেন স্প্রে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কালীগঞ্জ পৌর প্রশাসনের পক্ষ থেকে ‘জীবাণুনাশক মেশিন’ নিয়ে জীবাণুনাশক স্প্রে করেন মেয়র।

রোববার (৩১ মার্চ) দিনব্যাপী কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়কে জীবাণুনাশক এ স্প্রে করা হয়। পাশাপাশি সচেতনতামূলক প্রচারণাও চালান কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান।

বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ পৌরসভার সচিব মো. মিলন মিয়া। তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দিনব্যাপী কালীগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড, বাজার শহীদ ময়েজ উদ্দিন সড়কসহ গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং শহরের আশপাশের সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়। এ কর্মসূচি চলমান থাকবে।

জীবাণুনাশক স্প্রে করার সময় পৌর মেয়র মো. লুৎফুর রহমান পৌরবাসীকে করোনা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, আতঙ্ক নয়, সচেতনতা প্রয়োজন। এজন্য প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। কালীগঞ্জ পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে জীবাণুনাশক স্প্রে করা হবে।

জীবাণুনাশক স্প্রে ছিটানোর সময় কালীগঞ্জ পৌর মেয়র ছাড়াও পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর পরিমল চন্দ্র ঘোষ, হিসাবরক্ষক মো. দুলাল মোড়ল, সাংবাদিক আব্দুর রহমান আরমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আব্দুর রহমান আরমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।