খুলনায় মাঝরাতে বাজারে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:১৩ এএম, ০১ এপ্রিল ২০২০

খুলনা মহানগরীর বানরগাতী বাজারে পুড়ে গেছে অর্ধশত দোকান। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত আড়াইটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

স্থানীরা জানান, মধ্যরাতে হঠাৎ বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর আরও ৩টি ইউনিট গিয়ে একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে বাজারের ছোট বড় মিলে প্রায় ৫০টির মতো দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২০টি মুদি দোকান বাকিগুলো কাঁচামালের।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, রাত দেড়টার দিকে বানরগাতী বাজারে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে সিনিয়র স্টেশন অফিসার সায়েদুজ্জামানের নেতৃত্বে বয়রা স্টেশন ও টুটপাড়া স্টেশন থেকে ৫টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

বানরগাতি এলাকার স্থানীয় বাসিন্দা এসএম কামাল হোসেন জানান, কাঁচাবাজারের ভেতরে একটি চায়ের দোকান ছিল, সেখানে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে আগুন লেগেছে।

বাজারের সাধারণ সম্পাদক মজিবর রহমান জানান, অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত দোকান পুড়ে গেছে।

আলমগীর হান্নান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।