গল্পের বই দিয়ে খেলার মাঠ থেকে শিশুদের ঘরে পাঠালেন এএসপি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৮:৩০ এএম, ০২ এপ্রিল ২০২০

বুধবার দুপুর দেড়টা। করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সরকারের নির্দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। দীর্ঘ ছুটিতে ঘরে থাকায় অনেকটা একঘেয়েমী কাটাতে বাড়ির পাশেই ক্রিকেট খেলছিল জোবায়ের, রাতুল, প্রান্ত, শান্ত, শিহাবসহ প্রায় ১৫-২০ জন কোমলমতি শিশু-কিশোর।

গাজীপুরের শ্রীপুর উপজেলার সলিংমোড় এলাকায় মাওনা-কালিয়াকৈর সড়ক ঘেঁষে ক্রিকেট খেলার ওই মাঠে নজর পড়ে গাজীপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) আল মামুনের। সড়কের পাশে গাড়ি থামিয়ে তিনি খেলার মাঠে যান। ক্রিকেট খেলায়রত শিশু-কিশোরদের ডেকে করোনা ভাইরাস সংক্রামণ রোধে ঘরে থাকাসহ কয়েকটি সরকারি সিদ্ধান্তের কথা জানান। পরে বিষণ্ন মনে ঘরে ফেরা শিশুদের হাতে তুলে দেন দেশের খ্যাতনামা লেখকদের গল্প ও কবিতার বই।

সহকারী পুলিশ সুপার আল মামুন বলেন, মরণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই শিক্ষার্থীদের ঘরে থাকা নিশ্চিত করতে খেলার মাঠে গিয়ে তাদেরকে বুঝিয়ে সবার হাতে একটি করে গল্প ও কবিতার বই দিয়ে ঘরে ফেরাচ্ছি। তাতে করে শিক্ষার্থীদের অলস সময় ভালোভাবে কাটবে এবং মরণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে পারবে।

ASP-news-

পুলিশের হাত থেকে গল্প-কবিতার বই পেয়ে দারুণ খুশি জোবায়ের-প্রান্ত। তারা জানায়, আগে পুলিশ দেখে ভয় পেতাম। কিন্তু পুলিশ যে এত ভালো হতে পারে তা আজকে দেখলাম। এখন বাসায় গিয়ে পুলিশের দেয়া বই পড়ে সময় কাটাবো।

শিহাব খান/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।