চাচার লাথিতে হাসপাতালে অন্তঃসত্ত্বা ভাতিজি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০২ এপ্রিল ২০২০
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে পাষণ্ড চাচার লাথির আঘাতে নিলা বক্সী (২০) নামে এক অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে মৃত্যু শয্যায়। এ ঘটনায় নিলার বাবা ফারুক বক্সী বাদী হয়ে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার বক্সী বাড়ি গ্রামের ফেনু বক্সীর ছেলে ফারুক বক্সী ও সুমন বক্সীর মধ্যে ৪০ শতাংশ জমির দখল নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে সুমন বক্সীর নেতৃত্বে একদল সন্ত্রাসী ফারুক বক্সীর ক্রয়কৃত ৪০ শতাংশ জমি জবর দখলের চেষ্টা চালায়। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে সুমন বক্সীর এলোপাতাড়ি হামলায় ফারুকসহ তার পরিবারের ৬ জন সদস্য মারাত্মক আহত হন।

সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষ ছোট ভাই মিন্টু বক্সীর লাথির আঘাতে বড় ভাই ফারুকের অন্তঃসত্ত্বা মেয়ে নিলা বক্সী মারাত্মক আহত হন। নিলা বক্সীসহ আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিলার বাবা মো. ফারুক বক্সী বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক আইনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।