বাড়ি বাড়ি গিয়ে চুল-দাড়ি কাটছেন নরসুন্দর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ০২ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের মতো রাজবাড়ীতেও ঘরে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। ফলে জেলা ও উপজেলা পর্যায়ের সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি ঘর থেকে বের হচ্ছে না মানুষ। জেলার প্রায় সর্বত্র সেলুন বন্ধ থাকায় বিপাকে পড়েছে সবাই।

এ অবস্থায় বৃহস্পতিবার (০২এপ্রিল) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নে বাড়িতে বাড়িতে গিয়ে চুল-দাড়ি কাটতে দেখা গেছে নরসুন্দরদের।

স্থানীয় সূত্র জানায়, নারুয়া ইউনিয়নের চরঘিকমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় দূরত্ব বজায় রেখে বসে আছেন কয়েকজন ব্যক্তি। কিছুটা দূরে চেয়ারে বসিয়ে চুল-দাড়ি কাটছেন নরসুন্দর। চুল-দাড়ি কাটা শেষে শেষে দ্রুত স্থান ত্যাগ করেন ওসব ব্যক্তি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এখানে শুধু একটি বাড়ির লোকজনের চুল-দাড়ি কাটানো হচ্ছে। অন্য বাড়ির লোকজন এলে নরসুন্দর বলে দিচ্ছেন নিজ নিজ বাড়িতে গিয়ে চুল-দাড়ি কাটা হবে।

বাড়িতে বাড়িতে গিয়ে চুল-দাড়ি কাটছেন, এতে করোনার ঝুঁকি আছে কি-না- এমন প্রশ্নের জবাবে কিছুই বলতে রাজি হননি নরসুন্দর।

নারুয়া বাজারের সেলুন মালিক প্রশান্ত বলেন, বাজারে সেলুন বন্ধ হয়ে যাওয়ার কারণে ও জনসমাগম এড়িয়ে চলতে বাড়িতে বাড়িতে গিয়ে চুল-দাড়ি কাটানো হয়। বাড়িতে বাড়িতে যাওয়ার ফলে জনসমাগম হচ্ছে না। একেক দিন একেক গ্রামে যাচ্ছেন নরসুন্দর। এতে মানুষের যেমনি উপকার হচ্ছে তেমনি সরকারি নিয়মও মানা হচ্ছে। দূরত্ব বজায় রেখে চুল-দাড়ি কাটায় করোনার ঝুঁকি নেই বলেও জানান তিনি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম হেদায়েতুল ইসলাম বলেন, সেলুন মালিক ও কর্মচারীদের সহযোগিতা করা হচ্ছে। সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে তাদের। বাড়িতে বাড়িতে বা অন্য স্থানে চুল-দাড়ি কাটানোর বিষয়টি আমার জানা নেই। এমনটি হলে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে দ্রুত বন্ধ করা হবে।

রুবেলুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।