পত্রিকার হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
করোনাভাইরাসের প্রভাবে অসহায় হয়েপড়া রাজবাড়ী জেলা শহরে কর্মরত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার হকারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকলীগ নেতা নূরে আলম সিদ্দিকী হক।
শনিবার দুপুর ১২টার দিকে তিনি রাজবাড়ী প্রেসক্লাব সংলগ্ন সালমা হোটেলের দ্বিতীয় তলায় পত্রিকার স্থায়ী কার্যালয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় শহরের ১৪ জন অসহায় হকারের প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও একটি করে সাবান দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জনতার আদালত পত্রিকার নির্বাহী সম্পাদক সমিত্র শীল চন্দন।
পত্রিকার সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক জানান, প্রাণঘাতি করোনাভাইরাসের থাবায় এখন সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়েছেন প্রায় সব শ্রেণিপেশার মানুষ। সাধারণত যারা দিনে এনে দিনে খায় এমন মানুষ সবেচেয়ে বেশি অসহায়। এই দুঃসময়ে খেটে খাওয়া ও অসহায় মানুষের পাশে সমাজের বৃত্তবানসহ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রুবেলুর রহমান/এমএএস/জেআইএম