৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের পর হত্যা, কিশোর আটক
বগুড়া শহরে ছয় বছরের এক শিশুকে যৌন নিপীড়নের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (৪ এপ্রিল) রাতে মালগ্রামের চারতলা মোড় এলাকার একটি গলি থেকে শিশুটির উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুর নাম লুনা খাতুন। সে বগুড়া শহরের খান্দার এলাকার দিনমজুর ফজলার রহমানের মেয়ে। লুনা ঠনঠনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী এক কিশোরকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে- শিশু লুনাকে যৌন নিপীড়নের পর হত্যা করা হয়েছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী জানান, শনিবার বিকেল থেকে লুনাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করে তার সন্ধান পাননি। রাত সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০ গজ দূরে খান্দারের চারতলা মোড়ের কাছে একটি সরু গলিতে তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুর্বৃত্তরা শিশুটিকে ফুঁসলিয়ে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করে। পরে ঘটনাটি জানাজানি হওয়ার আশঙ্কায় তাকে শ্বাসরোধে ও মাথায় আঘাত করে হত্যা করে ওই গলিতে মরদেহ ফেলে দেয়। শিশুটিতে নিপীড়ন ও হত্যায় জড়িত সন্দেহে প্রতিবেশী এক কিশোরকে (১৪) আটক করা হয়েছে।
আরএআর/এমকেএইচ