দুটি দেহে এক প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১০:২০ পিএম, ০৫ এপ্রিল ২০২০

যশোরের চৌগাছায় বুক জোড়া লাগা যমজ কন্যার শিশু জন্ম দিয়েছেন খুরশিদা নামে এক প্রসূতি। তিনি উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামের উজ্জ্বল হোসেনের স্ত্রী। মা ও জমজ শিশুরা সুস্থ আছেন বলে জানা গেছে।

গত শুক্রবার যশোর শহরের অসীম ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় বুক জোড়া লাগা এ শিশুরা। জমজ শিশু দুটির মাথা হাত পা আলাদা থাকলেও তাদের দুজনেরই বুক একটাই।

শিশু দুটির বাবা উজ্জ্বল হোসেন জানান, চিকিৎসক জানিয়েছেন শিশু দুটির অপারেশন করে আলাদা করার কোনো উপায় নেই। এভাবেই তাদেরকে থাকতে হবে। তিনি আরও জানান, তার শাপলা নামের দশ বছরের আরও একটি মেয়ে আছে।

শিশু দুটির মা খুরশিদা জানান, শিশু দুটি নিয়ে এখন নিজ বাবার বাড়ি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের মশিউরনগর গ্রামে অবস্থান করছেন। তাদেরকে দেখতে এলাকার উৎসুক মানুষ খুরশিদার বাবার বাড়িতে ভিড় করছে।

মিলন রহমান/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।