পাংশায় করোনার উপসর্গ নিয়ে ট্রাক চালকের মৃত্যু
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৩০ বয়সী এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকেলে ওই যুবক তার নিজ বাড়িতে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ঢাকার সাভারে ড্রাম ট্রাক চালাতেন। কয়েকদিন আগে তিনি পাবনায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে জ্বর ও বিভিন্ন আলামত নিয়ে গতকাল (রোববার) তার গ্রামের বাড়িতে আসেন। এরপর তার অবস্থার অবনতি হলে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। পরবর্তীতে তার অবস্থার আরও অবনতি হলে বিকেলে বাড়িতেই তিনি মানা যান।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, বিকেলে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সেনগ্রাম এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হবে এবং ওই ব্যক্তির আশপাশের বাড়িসহ গ্রাম লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
রুবেলুর রহমান/এমএএস/এমএস