সিলেটে আইসোলেশনে চিকিৎসাধীন নারীর মৃত্যু
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছরের এক নারী মারা গেছেন। সোমবার (০৬ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে ওই বৃদ্ধা মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) সুশান্ত মহাপাত্র।
তিনি বলেন, ৭৯ বছর বয়স্ক ওই নারী শ্বাসকষ্ট ও কিডনি রোগে ভুগছিলেন। তিনি করোনার উপসর্গ নিয়ে মারা যাননি; কিডনি রোগ ও শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে।
স্বজনদের কাছে ওই নারীর মরদেহ হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, করোনাভাইরাসে আক্রান্ত এমন কোনো উপসর্গ না থাকায় তার মরদেহ আমরা পরিবারের কাছে হস্তান্তর করেছি। আমরা সিভিল সার্জনের সঙ্গে কথা বলেছি, তিনিও রোগীর বিস্তারিত শোনার পর করোনায় আক্রান্ত নন বলেই মত দিয়েছেন।
ডাক্তার সুশান্ত বলেন, এর আগে ওই নারী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা করোনা আক্রান্ত সন্দেহে চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে সোমবার দুপুরে শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শ্বাসকষ্ট ও কিডনি রোগে ভুগছিলেন।
ছামির মাহমুদ/এমএফ/এমআরএম