‘করোনা’ নিয়ে পালিয়ে শ্বশুরবাড়ি, ৭ বাড়ি লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৮ এপ্রিল ২০২০

ঢাকা থেকে করোনা আক্রান্ত হয়ে রাজবাড়ীতে পালিয়ে এসেছেন এক নারী। এমন সন্দেহে সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর গ্রামের ৭টি বাড়ি লকডাউন করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুরে দাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ মো. লোকমান হুসাইন এ তথ্য জানান।

Rajbari-(2)

তিনি জানান, গতকাল রাতে ঢাকা থেকে এক পুলিশ কর্মকর্তার স্ত্রী বক্তারপুর গ্রামে তার শ্বশুরবাড়িতে এসে উঠেছেন। ধারণা করা হচ্ছে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। তাই আশপাশের কয়েকটি বাড়ি ও তার সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়িসহ মোট ৭ বাড়ি লকডাউন করা হয়েছে। ঢাকা থেকে আসা ওই নারীকে আইন শৃঙ্খলা বাহিনী ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সদর হাসপাতালের আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে প্রশসানের সিদ্ধান্তে পুরো গ্রাম বা ইউনিয়ন লকডাউনের ব্যবস্থা করা হতে পারে।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাঈদুজ্জামান খান জানান, দাদশী ইউনিয়নের বক্তারপুর গ্রাম লকডাউনের প্রক্রিয়া চলছে।

রুবেলুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।