ঢাকা থেকে পালিয়ে রাজবাড়ীতে নারী, দুই গ্রাম লকডাউন
ঢাকা থেকে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে পালিয়ে রাজবাড়ীতে গেলেন এক নারী। বুধবার (০৮ এপ্রিল) দুপুরে ওই নারী ও তার স্বামীকে আইসোলেশনে নেয়া হয়েছে।
একই সঙ্গে ‘ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত’ সন্দেহে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর ও সমেশপুর গ্রাম লকডাউন করে দেয়া হয়েছে। পালিয়ে আসা নারীর বাড়ি ও তার সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়িসহ ওই ইউনিয়নের দুই গ্রাম লকডাউন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে ঢাকা থেকে থেকে পালিয়ে দাদশীর বক্তারপুরে আসেন ওই নারী। বিষয়টি জেনে করোনা সন্দেহে বুধবার দুপুরে ওই নারী ও তার স্বামীকে আইসোলেশনে পাঠানো হয়। তাদের সংস্পর্শে আসায় ওই ইউনিয়নের বক্তারপুর ও সমেশপুর গ্রাম লকডাউন করা হয়।
সিভিল সার্জন বলেন, বর্তমানে রাজবাড়ীতে ২৬ জন হোম কোয়ারেন্টাইনে এবং চারজন আইসোলেশনে রয়েছেন। গত কয়েকদিনে ২০ জনের নমুনা সংগ্রহের পর ছয়জনের করোনা নেগেটিভ আসে। অন্যদের রিপোর্ট পাওয়া যায়নি।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদুজ্জামান খান বলেন, অসুস্থ অবস্থায় এক নারী ঢাকা থেকে পালিয়ে আসায় দাদশী ইউনিয়নের বক্তারপুর ও সমেশপুর গ্রাম লকডাউন করা হয়েছে।
রুবেলুর রহমান/এএম/এমকেএইচ