বাল্যবিয়ের আয়োজন করায় কনের মাকে ২০ হাজার টাকা জরিমানা
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাল্যবিয়ের আয়োজন করায় কনের মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে ওই স্কুলছাত্রীকে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, বালিয়াকান্দি সরকারি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামসহ থানা পুলিশ নিয়ে ওই বাড়িতে হাজির হন। এ সময় বাল্যবিয়ের আয়োজন করায় মেয়ের মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে অঙ্গিকার নেওয়াসহ ওই স্কুলছাত্রীকে স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রুবেলুর রহমান/এফএ/জেআইএম