শ্রীপুরে করোনার লক্ষণ নিয়ে একজনের মৃত্যু
করোনাভাইরাসের লক্ষণ নিয়ে গাজীপুরের শ্রীপুরে আরও একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে। স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে। তার বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী জানান, শুক্রবার (১০ এপ্রিল) রাতে নগরহাওলা গ্রামে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। ৮-১০ দিন ধরে তিনি ঠান্ডা-জ্বরে ভুগছিলেন। করোনা সংক্রমনের আতঙ্কে তিনি কোনো চিকিৎসা কেন্দ্রে যাননি। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস, নগরহাওলা গ্রামের ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। আর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নিদের্র্শনা দেয়া হয়েছে।
শিহাব খান/আরএআর/এমএস