রাজবাড়ী সদর উপজেলা লকডাউন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:২৫ পিএম, ১১ এপ্রিল ২০২০
ফাইল ছবি

পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় রাজবাড়ী সদর উপজেলা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। শনিবার (১১ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ ঘোষণা দেন।

‘ইউএনও সদর রাজবাড়ী’ নামে ওই ফেসবুক আইডিতে বলা হয়েছে, পাঁচজন করোনা রোগী শনাক্ত হওয়ায় রাজবাড়ী সদর উপজেলা এখন থেকে লকডাউন।

যোগাযোগ করা হলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুজ্জামান খান বলেন, যেহেতু সদর উপজেলায় পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছেন, তাই সংক্রমণ রোধে করোনা প্রতিরোধ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সদর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এখন থেকে উপজেলার বাইরে কেউ যাবে না এবং আসবে না। এ জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকেও নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া করোনায় আক্রান্তদের আইসোলেশনন ইউনিটে আনার ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানান।

এর আগে দুপুর ১২টার দিকে রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, জেলার ২৮ জনের নমুনা পরীক্ষার পর পাঁচজনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। এরা সবাই সদর উপজেলার বাসিন্দা।

রুবেলুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।