ছাগলে লাউগাছ খাওয়ায় সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ১১ এপ্রিল ২০২০
ফাইল ছবি

বগুড়ার সোনাতলায় ছাগলের লাউ গাছ খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সোনাতলা সদর ইউনিয়নের চকনন্দন গ্রামে এ ঘটনা ঘটে। শফিকুল উপজেলার চকনন্দন গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে।

জানা গেছে, চকনন্দন গ্রামের আব্দুল খালেকের জমিতে লাগানো লাউ গাছ ছাগল খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন লাঠিশোটা নিয়ে সংর্ঘষে জড়িতে পড়েন। এতে শফিকুল ইসলাম ও তার ছোট ভাই শরিফুলসহ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এদিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শফিকুল মারা যান। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ফারুক ও শাকিল নামে দু’জনকে আটক করে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাছউদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দু'জনকে আটক করা হয়েছে।

লিমন বাসার/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।