নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানার সন্ধান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ১১ এপ্রিল ২০২০

যশোরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরির কারখানার সন্ধান মিলেছে। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক শহরের লোহাপট্টিতে অভিযান চালিয়ে ৭শ বোতল নকল স্যানিটাইজার উদ্ধার করে তা ধ্বংসের নির্দেশ দেন। একই সঙ্গে বিশ হাজার টাকা জরিমানা করে তা আদায়সহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছেন।

জানা যায়, শহরের লোহাপট্টিতে ‘তিষা ট্রেডিং কোং’ নামে একটি কারখানায় নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিত শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেখা যায়, তিষা ট্রেডিং কোং নামে প্রতিষ্ঠানটির কারখানায় নকল ৭শ বোতল হ্যান্ড স্যানিটাইজার সংরক্ষণ করে তা বাজারজাত করছে। স্যানিটাইজার তৈরির জন্য তাদের বিএসটিআইয়ের অনুমোদন নেই। ট্রেড মার্ক ও ট্রেড লাইসেন্স পর্যন্ত নেই। এ স্যানিটাইজার মানুষের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে।

করোনাভাইরাস সংক্রমণের এ সময় এ ধরনের তৎপরতা দণ্ডনীয় অপরাধ। এজন্য প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আলী জিন্নাহকে ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫২ ধারায় বিশ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছে।
উদ্ধার করা অনুমোদনহীন, নকল স্যানিটাইজার ধ্বংসের নির্দেশও দেয়া হয়েছে।

মিলন রহমান/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।