গোপালগঞ্জে নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির করোনা পজিটিভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:৫৪ এএম, ১২ এপ্রিল ২০২০
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ থেকে গোপালগঞ্জে এসে বেসরকারি ওষুধ কোম্পানির ম্যানেজমেন্ট বিভাগের এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) বিকেলে আইইডিসিআরের পক্ষ থেকে ওই ব্যক্তির করোনাভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়। এ নিয়ে জেলাটিতে তিনজন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হল।

আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি টুঙ্গিপাড়া উপজেলায়। তিনি এসিআই ফার্মাসিটিউক্যালস লিমিটেডের নারায়ণগঞ্জ ডিপোতে চাকরি করেন। তারা করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর আশপাশের ছয়টি বাড়িকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জসীম উদ্দীন বলেন, গত ৯ এপ্রিল আক্রান্ত ওই ব্যক্তি কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে টুঙ্গিপাড়া উপজেলায় নিজের গ্রামের বাড়িতে আসেন। তার সর্দি, জ্বর, গলা ব্যথা ও কাশি ছিল। তার প্রতিবেশীরা বিষয়টি আমাদের জানান। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। শনিবার বিকেলে রিপোর্ট হাতে পাওয়ার পর তার করোনা পজিটিভ বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি জানান, ওই ব্যক্তির সংস্পর্শে আশা স্বজন ও পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ছয়টি বাড়ি লকডাউন করা হয়েছে।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।