গাজীপুরে জায়গায় জায়গায় শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৫ এপ্রিল ২০২০

তিন দিন ধরে লগডাউন ভেঙে বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করছেন। বুধবারও গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। পরে কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেন। কয়েকটি স্থানে শ্রমিকদের অবরোধ তুলে নিতে পুলিশের সহযোগিতারও প্রয়োজন হয়।

gazi1

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. আলমগীর ভূইয়া জানান, বকেয়া বেতন-ভাতার দাবিতে মহানগরীর তিন সড়ক এলাকার স্টাইলক্রাফট ও ইন্টারম্যাক্স পোশাক কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ১০টার দিকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কারখানার সামনে ঢাকা-গাজীপুর মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানার মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে। পরে ইন্টারম্যাক্স কারখানার কর্তৃপক্ষ ২০ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। স্টাইলক্রাফট কর্তৃপক্ষ ২৭ এপ্রিল বেতন পরিশোধের ঘোষণা দেয়।

এদিকে সকালে সিটি কর্পোরেশনের সালনা এলাকার শ্যামলী গার্মেন্টসের শ্রমিকরা কারখানা সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

gazi1

শিল্প পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, একই দাবিতে নগরীর ভোগড়া বাইপাস সড়ক অবরোধ করেন ভিঅ্যান্ডআর ফ্যাশনের শ্রমিকরা। এছাড়া সাইনবোর্ড হারিকেন এলাকায় আসোকা পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

আমিনুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।