৪ হাজার পরিবহন শ্রমিকের ২০০ জন পেলেন সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৫ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া রাজবাড়ী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের ২০০ জনের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

যদিও রাজবাড়ী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের তালিকাভুক্ত শ্রমিক রয়েছেন চার হাজার ১৭১ জন। কিন্তু বরাদ্দ অনুযায়ী মাত্র ২০০ জন শ্রমিককে ১০ কেজি করে চাল দেয়া হয়। বুধবার বেলা ১১টার দিকে আজাদি ময়দানে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব চাল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. বাহাউদ্দিন সেক, উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজয় কুমার প্রামাণিক, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রকিবুল ইসলাম পিন্টু ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ।

Rajbari-(1)

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু বলেন, দেশের অর্থনীতির চাকা যারা সচল রাখে, তারা আজ সরকারি নির্দেশনা মানতে গিয়ে অভাবে দিন কাটাচ্ছেন। ২৬ মার্চ থেকে আজ ১৫ এপ্রিল পর্যন্ত প্রসাশন থেকে মাত্র দুই টন চাল বরাদ্দ পেয়েছি। সেই চাল আজ মাত্র ২০০ জন শ্রমিকের মাঝে ১০ কেজি করে বিতরণ করলাম।

তিনি বলেন, রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে তালিকাভুক্ত শ্রমিক চার হাজার ১৭১ জন। জেলা প্রশাসক বলেছেন পর্যায়ক্রমে অন্য শ্রমিকদের বরাদ্দ দেবেন। বরাদ্দ পেলে শ্রমিকদের সহায়তা দেয়া হবে।

অপরদিকে, একই সময় জেলা কার-মাইক্রোবাস শ্রমকি ইউনিয়নের ২৬ জন শ্রমিককে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।

রুবেলুর রহমান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।