গাজীপুরে নতুন আক্রান্ত ২৮, মোট আক্রান্ত ৮১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১৫ এপ্রিল ২০২০

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার সন্ধ্যায় গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে। আক্রান্ত সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ জনের মধ্যে জেলার কাপাসিয়া উপজেলায় সর্বাধিক ১৬ জন, কালিগঞ্জ উপজেলায় ৫ জন, কালিয়াকৈর উপজেলায় ৩ জন এবং শ্রীপুর উপজেলায় চার জন।

এ নিয়ে জেলায় মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮১ জনে।

আমিনুল ইসলাম/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।