১০ টাকার চাল অন্যত্র বিক্রি করায় কারাগারে নারী ইউপি সদস্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:০৫ এএম, ১৬ এপ্রিল ২০২০

গাজীপুরের কাপাসিয়ায় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল অন্যত্র বিক্রির অভিযাগে এক নারী ইউপি সদস্যকে সাত দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত বিলকিস বেগম উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সদস্য।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা জানান, ইউপি সদস্য বিলকিস বেগম হতদরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ছয় বস্তা চাল দরিদ্রদের মাঝে বিক্রি না করে নিজের জিম্মায় রেখে অনত্র বিক্রি করেন।

খবর পেয়ে অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয় এবং নির্দিষ্ট কার্ডধারীদের বাইরে অন্যত্র চাল বিক্রির অপরাধে তাকে সাত দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।