রাজবাড়ীতে ৮ হাজার শিশুর মাঝে খাদ্য বিতরণ আ.লীগ নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ১৮ এপ্রিল ২০২০

রাজবাড়ীর পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীতে নিজস্ব অর্থায়নে আট হাজার শিশুর মাঝে খাদ্য বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. আশিক মাহমুদ মিতুল।

শনিবার দুপুরে পাংশা ডাকবাংলো থেকে ভ্যানযোগে পাংশা পৌর এলাকার এক হাজার বাড়িতে খাদ্য পৌঁছে দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। খাদ্যের মধ্যে রয়েছে, মিষ্টি কুমড়া, ডাল, সুজি, তেল, পেঁয়াজ ও রসুন।

আশিক মাহমুদ মিতুল বলেন, করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের শিশুরা যেন পুষ্টিহীনতায় না ভোগে সেজন্য এই কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর জনগণকে খাদ্য সহায়তা দিয়েছি। রোগীদের জন্য চালু করেছি ভ্রাম্যমাণ মেডিকেল সেবা। পাশাপাশি করোনাভাইরাসের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালসহ উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসা ও সুরক্ষা উপকরণ বিতরণ করেছি।

এ সময় উপস্থিত ছিলেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা তরুন কুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি দিপক কুন্ডু।

রুবেলুর রহমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।