কালীগঞ্জে একদিনে আক্রান্ত ৩১ জন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৩:১৭ পিএম, ২০ এপ্রিল ২০২০

গাজীপুরের কালীগঞ্জে একদিনে করোনা ভাইরাসে (কোভিট-১৯) আক্রান্ত হয়েছেন ৩১ জন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪ জন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক জানান, গত ১২ এপ্রিল এ উপজেলায় প্রথম করোনা আক্রান্ত ৫ জন শনাক্ত হন। এরপর ১৩ এপ্রিল আক্রান্ত হন ৩ জন, ১৪ এপ্রিল ১ জন, ১৫ এপ্রিল ৫ জন, ১৬ এপ্রিল ২৩ জন, ১৭ এপ্রিল ২ জন, ১৮ এপ্রিল ৪ জন ও ১৯ এপ্রিল ৩১ জন। গত ৮ দিনে কালীগঞ্জে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪ জনে।

ইউএনও আরও জানান, করোনা আক্রান্ত ৩১ জনকে আইসোলেশনের ব্যবস্থা করা হবে। এছাড়াও তাদের সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে আগামীকাল আইইডিসিআর’এ পাঠানো হবে।

আব্দুর রহমান আরমান/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।