কালীগঞ্জে গণমাধ্যমকর্মী ও প্রশাসনকে পিপিই দিলেন চিকিৎসক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশিত: ০৪:০০ পিএম, ২০ এপ্রিল ২০২০

বাংলাদেশেও মহামারি আকার ধারণ করেছে করোনা। দেশে করোনা আক্রান্তের দিক দিয়ে রাজধানী ঢাকার পর প্রথম অবস্থানে নারায়গঞ্জ থাকলেও দ্বিতীয় অবস্থানে রয়েছে গাজীপুর জেলা। তবে জেলার ৫টি উপজেলার মধ্যে কাপাসিয়ার পরই কালীগঞ্জের অবস্থান। এ পরিস্থিতিতে কালীগঞ্জের গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী, সিভিল ও পুলিশ প্রশাসনকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়েছেন সৈয়দ খাইরুল বাশার খোকন নামের এক চিকিৎসক। তিনি স্থানীয় আবেশমনি ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক।

সোমবার (২০ এপ্রিল) সকালে ব্যক্তি উদ্যোগে ওই চিকিৎসক উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীদের পিপিই, হ্যান্ড গ্লাভস ও মাস্ক দেন।

এছাড়া কালীগঞ্জ থানা প্রশাসনকে ৬২টি, উপজেলা প্রশাসনকে ১০টি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০টি পিপিই ও হ্যান্ড গ্লাভস ও মাস্ক দেন। সেই সঙ্গে কালীগঞ্জ থানা প্রশাসনকে অতিরিক্ত আরও ৪০০ মাস্ক ও ৪০০ হ্যান্ড গ্লাভস দেন তিনি।

এ সময় আবেশমনি ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ খাইরুল বাশার খোকন ছাড়াও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, থানার ওসি একেএম মিজানুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমান আকন্দ, কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, আবেশমনি ডায়াগনস্টিক সেন্টারের মহাব্যবস্থাপক সৈয়দ আহমদ কবীর বুলবুল উপস্থিত ছিলেন।

আব্দুর রহমান আরমান/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।