ফেসবুকে করোনা নিয়ে গুজব ছড়ান তিনি
গাজীপুরের শ্রীপুরে করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়িয়ে জনমনে ভীতি ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে মো. মোস্তফা (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (২০ এপ্রিল) বিকেলে র্যাব-১ এর একটি দল উপজেলার জৈনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার মোস্তফা ময়মনসিংহের কোতোয়ালি থানার চর ছত্রপুর এলাকার সুন্দর আলীর ছেলে। তিনি শ্রীপুরের আবদার গ্রামের সাবেক চেয়ারম্যান মোসলেম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
র্যাব-১-এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, মোস্তফা করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, ভিত্তিহীন তথ্য পোস্ট ও শেয়ার করে জনমনে ভীতি সৃষ্টি করে আসছিল। সে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের নামেও নানা গুজব ছড়িয়েছে। মোস্তফা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনায় আক্রান্ত হয়েছেন এমন অপপ্রচার চালিয়েছেন বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা। পরে এসব অভিযোগের সত্যতা পেয়ে তদন্তে নামে র্যাব।
তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় আবদার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা মোবাইল ফোনে সংরক্ষিত ও ফেসবুক আইডি থেকে প্রদর্শিত, গুজব ছড়ানোর বেশ কিছু আলামত জব্দ করা হয়। মো. মোস্তফার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব-১।
শিহাব খান/এফএ/জেআইএম