ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ২১ এপ্রিল ২০২০

গাজীপুর সিটি কর্পোরেশনের ছয়দানা এলাকায় মঙ্গলবার সকালে মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় উত্তেজিত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে প্রায় দুই ঘণ্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিল্প পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, গাজীপুরের ছয়দানা এলাকায় অমিতি সোয়েটার লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন গত ১২ এপ্রিল পরিশোধ করার কথা ছিল। ওইদিন শ্রমিকরা কারখানায় গিয়ে দেখেন কোনো কর্মকর্তা অফিসে আসেনি। কারখানার মূল ফটকে তালা ঝুলছে। এরপর ফের ২১ এপ্রিল বেতন দেয়ার তারিখ দেয়া হলেও মঙ্গলবারও কোনো কর্মকর্তা কারখানায় আসেনি। শ্রমিকদেরও বেতন-ভাতাও দেয়নি। পরে শ্রমিকরা বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় বেতন পরিশোধের ব্যাপারে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনার আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শ্রমিকদের অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই দিকে মালবাহী ট্রাকের ও ব্যক্তিগত গাড়ির জট বেঁধে যায়।

jagonews24

অমিতি সোয়েটার্স লিমিটেড কারখানার শ্রমিক সফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস আর লকডাউন আমাদের কোনো কিছু আর মানছে না। বাড়িওয়ালা ঘর ভাড়ার জন্য চাপ দিচ্ছে। দোকান থেকে পাওনা টাকা চাচ্ছে। আমাদের মরণ ছাড়া আর কোনো উপায় দেখছি না। করোনা আর লকডাউন এখন আর আমাদের চোখে পড়ছে না। রাস্তার কুকুর খাবার পাচ্ছে কিন্তু শ্রমিকদের কেউ সাহায্য সহযোগিতা করছে না।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রেজ্জাকুল হায়দার জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গাজীপুরের অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করে উৎপাদন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। হঠাৎ করে ছুটি ঘোষণা করায় নানা জটিলতা সৃষ্টি হয়েছে। এতে জেলার বেশকিছু কারখানার শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতাসহ পাওনাদি পরিশোধ করতে পারেনি কর্তৃপক্ষ। এসব কারখানার শ্রমিকরা গত কয়েকদিন ধরেই মার্চ মাসের বেতনসহ তাদের পাওনাদি পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছে।

আমিনুল ইসলাম/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।