বেনাপোলে দুস্থদের মাঝে প্রতিদিন ৪৫০ কেজি দুধ বিতরণ
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত মানুষ। খেটে খাওয়া গরীব ও দুস্থ মানুষরা লকডাউনে ঘরবন্দি। দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ত্রাণ বিতরণ করছে। বসে নেই বিত্তশালীরাও। সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অসহায় পরিবারের সদস্যদের মাঝে। বিতরণ করছেন চাল, ডাল আলু, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
আবার শিশুদের দুধ কেনার পয়সাও নেই অনেক মা-বাবার কাছে। তাদের আহাজারি আর কান্নার কথা মাথায় রেখে মহতী উদ্যোগ নিয়েছেন বেনাপোলের বড় আঁচড়া গ্রামের তরুণ সমাজসেবক বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী আবু তাহের ভারত। তার নিজস্ব ডেইরি ফার্ম বড় আঁচড়া অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম থেকে উৎপাদিত দুধ গরীব ও দুস্থ মানুষের মাঝে বিনা মূল্যে বিতরণ করছেন।
প্রতিদিন বিকেলে এসব দুস্থ মানুষ সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে দুধ নিয়ে যাচ্ছেন। উপকৃত হচ্ছেন এলাকা দুস্থ ও শিশুরা। প্রতিদিন প্রায় সাড়ে চারশ কেজি দুধ বিনা মূল্যে বিতরণ করছেন তিনি।
ডেইরি ফার্মের মালিক আবু তাহের ভারত জানান, মানুষের দুর্দিনে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিনা মূল্যে দুধ বিতরণ করা হবে। এছাড়া করোনা পরিস্থিতির পরিবর্তন না হলে বিনা মূল্যে দুধ বিতরণের সময়সীমাও বৃদ্ধি করা হবে। লাইনে দাঁড়াতে যারা লজ্জা পাচ্ছেন তাদের ফার্ম থেকে দুধ দেয়া হচ্ছে।
মো. জামাল হোসেন/এমএআর/এমএস