মোহনগঞ্জে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৩ এপ্রিল ২০২০
ফাইল ছবি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ধানবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মিলন বর্মণ (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান।

নিহত মিলন বর্মণ পৌরশহরের দৌলতপুরের হেমচরন বর্মণের ছেলে। মোহনগঞ্জ শহরে পোদ্দার পট্টিতে মিলন জুয়েলার্স নামে তার স্বর্ণের দোকান রয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পৌরশহরের বসুন্ধরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোহনগঞ্জ থানা পুলিশের ওসি মো. আবদুল আহাদ খান বলেন, অতিরিক্ত ধানবোঝাই ট্রাকটি দ্রুতগতিতে চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর চালক পালিয়ে যান। তবে ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। চালকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কামাল হোসাইন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।