চাল আত্মসাৎ, ইউপি চেয়ারম্যান ও সচিবের নামে দুদকে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ২৩ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে হতদরিদ্রদের জন্য বরাদ্দ ত্রাণের চাল আত্মসাতের ঘটনায় নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে।

আসামিরা হলেন, কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবদুন গ্রামের রাইজল হক চৌধুরীর ছেলে মো. আলাউদ্দিন চৌধুরী (৬০) এবং ইউনিয়ন পরিষদের সচিব ও জয়নগর গ্রামের শেখ আলতাফ হোসেনের ছেলে শেখ মহিদুল ইসলাম (৫৫)।

বৃহস্পতিবার দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজ ইকবাল মামলা করেন। ভুয়া মাস্টারোলের মাধ্যমে ২৮০ কেজি ত্রাণের চাল আত্মসাতের অভিযোগে এ মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত।

জানা যায়, করোনাভাইরাসের কারণে নড়াইলের কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদে তিন মেট্টিক টন চাল বরাদ্দ দেয়া হয়। ওই চাল বিতরণ করা হয়েছে দাবি করে গত ১২ এপ্রিল দুপুরে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ত্রাণ শাখায় মাস্টাররোড দাখিল করেন জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী। কিন্তু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ মো. আজিম উদ্দিন মৌখিকভাবে অভিযোগ পান ওই চাল বিতরণ না করেই চেয়ারম্যান ও সচিব ভুয়া মাস্টাররোল দাখিল করেছে।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরেজমিনে তদন্ত করেন। তদন্তে চার নম্বর ওয়ার্ডের ২৮ জনের নামে চাল বিতরণ না করে ভুয়া মাস্টাররোল দাখিলের সত্যতা পাওয়া যায়। অর্থাৎ ২৮ নামের বিপরীতে প্রত্যেকের ১০ কেজি হিসেবে ২৮০ কেজি চাল আত্মসাৎ করেছেন।

অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী বলেন, দলীয় কোন্দলের কারণে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তদন্ত সঠিক হয়নি। শুনছি দুদকে মামলা হয়েছে। আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

মিলন রহমান/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।