উপসর্গ নিয়ে মারা যাওয়া রাজবাড়ীর সেই ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১০:০৬ পিএম, ২৪ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকায় মারা যাওয়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের হকার মোনলেম উদ্দিন করোনা আক্রান্ত ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় মোসলেম উদ্দিনের নমুনা পরীক্ষার রিপোর্ট এলে এ তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

জানাগেছে, মোসলেম উদ্দিন নারায়ণগঞ্জের একটি ভাড়া বাসায় থেকে হকারী করতেন। ঠান্ডা, জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তার মরদেহ রাজবাড়ী নিয়ে আসা হয়।

পরে বুধবার বেলা ১১টার দিকে রাজবাড়ী সদর হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায় স্বাস্থ্য বিভাগ। আজ তার রিপোর্ট আসার পর জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, ঢাকা মেডিকেলে মারা যাওয়া মোসলেম উদ্দিনের মরদেহ রাজবাড়ীতে আসার পর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় এবং করোনা আক্রান্তের নিয়ম মেনে তাকে দাফন করা হয়। আজ শুক্রবার সন্ধ্যায় ওই ব্যক্তির রিপোর্ট এলে জানা যায় তিনি করোনা আক্রান্ত ছিলেন।

রুবেলুর রহমান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।