ছোট ভাইকে বঁটি দিয়ে কুপিয়ে মারলেন বড় ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৬ এপ্রিল ২০২০
ফাইল ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ধারালো বঁটির কোপে ছোট ভাই খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক বড় ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মিনারবাড়ি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বন্দর উপজেলার মিনারা এলাকায় নিহতের পাশের বাড়ির গাছ থেকে আম চুরি করার পর বাড়িতে বিচার দিলে বড় ভাই ইব্রাহীম তার ভাতিজা মনসুরকে মারধর করছিলেন। এতে ছুটে আসেন ছোট ভাই আমজাদ। পরে আমজাদ এসে প্রতিবাদ করলে এতে দু’জনের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে বড় ভাই ঘর থেকে বঁটি এনে ছোট ভাইকে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ইব্রাহীমকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাই খুনের ঘটনায় আরেক ভাইকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শাহাদাত হোসেন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।