ত্রাণের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:০১ পিএম, ২৯ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ত্রাণের দাবিতে গণপরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কয়েকশ বিক্ষুব্ধ শ্রমিক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিক্ষোভের কারণে সড়কটির উভয় পাশে যানজট সৃষ্টি হয়। আটকে যায় কয়েকশ পণ্যবাহী যানবাহন। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় এলোপাতাড়িভাবে ট্রাক ও বাস রেখে বিক্ষোভ করতে থাকেন।

শ্রমিকদের অভিযোগ, তারা সবাই নারায়ণগঞ্জ জেলার ও এর আশপাশের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তারা বেকার থাকলেও কোন ত্রাণসহায়তা পাচ্ছেন না। এতে তাদের পরিবার মানবেতর জীবন যাপন করছে। এ পরিস্থিতিতে তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন।

jagonews24

তাদের দাবি, ত্রাণ দেয়ার কথা বলে এক সপ্তাহ আগে ভোটার আইডি কার্ড ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নেয়া হয়েছিল। কিন্তু ত্রাণ না পেয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। ত্রাণ দেয়া না হলে গণপরিবহন চালুর দাবি জানান তারা।

এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক। তিনি জানান, ত্রাণের দাবিতে শ্রমিকরা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেছিল। তারা দাবি করেছে, কোনো ত্রাণ পায়নি। তাই তারা কাজে ফিরতে চায়। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

হোসেন চিশতী সিপলু/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।