রাজবাড়ীতে দুই মাদক ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:০২ এএম, ৩০ এপ্রিল ২০২০

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়ার শিহড় গ্রাম এলাকা থেকে ৪৪ কেজি গাঁজা, ১৬৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন ফরিদপুর র‌্যাব-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিলে) সকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার দামুড়হুদা নতুন হাউলি গ্রামের মো. ইকরামুল মল্লিকের ছেলে মো. হানিফ মল্লিক (২০) ও রাজবাড়ীর কালুখালী থানার বোয়ালিয়া গ্রামের মো. আমানত বিশ্বাসের ছেলে মো. আব্দুল্লাহ বিশ্বাস (২২)।

ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের ২নং কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর র‌্যাব-৮ এর একটি বিশেষ অভিযানিক দল সকালে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিহড় গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ৪৪ কেজি গাঁজা, ১৬৫ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ সময় একটি মিনি পিকআপ ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত পাঁচটি সিমকার্ডসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

রুবেলুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।