সিদ্ধিরগঞ্জ থানার ৯ কর্মকর্তা করোনায় আক্রান্ত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:১১ পিএম, ০২ মে ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ৮ কর্মকর্তাসহ ৯ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫ জন উপ-পরিদর্শক (এসআই), একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই), ২ জন প্রশিক্ষণরত উপ-পরিদর্শক (পিএসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।

শনিবার (২ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার।

তিনি জানান, আমাদের থানার ৯ জন আক্রান্ত হয়েছেন। এদের ৮ জনকে জেলা পুলিশ লাইনসে ও একজনকে থানা এলাকায় আইসোলেশনে রাখা হয়েছে। আমার থানার ইতোমধ্যে কর্মকর্তার সংকট হয়েছে। আমরা নতুন ও বিকল্প টিম মিলিয়ে কার্যক্রম অব্যাহত রেখেছি।

হোসেন চিশতী সিপলু/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।