সন্দ্বীপে প্রথম করোনা রোগী শনাক্ত
চট্টগ্রামের একমাত্র দ্বীপ উপজেলা সন্দ্বীপে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড় গাছুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলুল করিম জাগো নিউজকে বলেন, ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে গত ২৫ এপ্রিল চট্টগ্রামে পাঠানো হয়। শনিবার তার রিপোর্ট পজিটিভ এসেছে। তাকে রাতেই আইসোলশন বেডে রাখা হবে। রোববার (৩ মে) সকালে তাকে পাঠানো হবে চট্টগ্রামে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিদর্শী সম্ভোধি চাকমা জাগো নিউজকে বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি এবং আশপাশের এলাকা লকডাউন করা হবে।
এ নিয়ে গত ৩৭ দিনে চট্টগ্রামে মোট ৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় শনাক্ত আরও ৫ জন চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন। সবমিলিয়ে এখন চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ৮১ জন।
এমএসএইচ