কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৩ মে ২০২০

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) সকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

ওই কয়েদির নাম রমজান আলী (৬০)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এলাকার মৃত সিরাজ ভূঁইয়ার ছেলে ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ১ এর জেলার উম্মে সালমা জানান, কয়েদি রমজান আলী শনিবার সকাল ৬টার অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি উচ্চ রক্ত চাপ ও অ্যাজমায় ভুগছিলেন।

রমজান আলী সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ তার কয়েদি নং ১৫২৯/এ।

আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।