নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০৩ মে ২০২০

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

এতে উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের সাংসা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত কিশোর আব্দুল হাকিম (১৬) ওই গ্রামের নিজাম উদ্দিন খাঁর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাকলজোড়া ইউনিয়নের সাংসা গ্রামের আজমত খাঁর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই গ্রামের নাজিম উদ্দিন খাঁর। এ নিয়ে উভয় পক্ষের মামলা চলে আসছে। ওই জমি নিয়ে বিরোধের জেরে আরও ৩-৪ বার মারপিটের ঘটনা ঘটেছে। মারপিট যেন উভয় পক্ষের নেশায় পরিণত হয়েছে।

গ্রাম্য-সালিশে এসব বিষয় নিয়ে বেশ কয়েকবার সুরাহা হলে বেশি দূর টেকেনি। এরই জেরে আজমত খাঁর সঙ্গে নাজিম উদ্দিন খাঁর ছেলের বাগবিতণ্ডা হয়। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই নাজিম উদ্দিনের ছেলে হাকিম নিহত হন। এ সময় গুরুতর আহত হন হান্নান খাঁ, মোফাজ্জাল খাঁ , মিজান খাঁ ও সুলতান খাঁসহ ছয়জন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে হাসপাতালে যাই। সেখানে মৃতের মরদেহ শনাক্ত করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

কামাল হোসাইন/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।