নেত্রকোনায় গরু শসা গাছ খাওয়ায় সংঘর্ষে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৪ মে ২০২০

গরু শসা গাছ খাওয়াকে কেন্দ্র করে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাড়হা পশ্চিম পাড়া এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু ও দুই পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।

সোমবার (০৪ মে) সকালে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আবুল বাসার (৩৩)। ময়মনসিংহ হাসপাতালে তার মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহত লিটন মিয়া, আজিজুল ইসলাম, হক মিয়া, আব্দুল মান্নান ও রাশিদা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গরু শসা গাছ খাওয়াকে কেন্দ্র করে সোমবার সকাল ৮টা থেকে ৯ট পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পূর্বধলা থানা পুলিশের ওসি মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।

কামাল হোসাইন/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।